UDVASH-উদ্ভাস
Jawad Tahsin Sneho currently holds the position of Additional Chief of Editing at DU Writers' Hub and serves as a Physics Lecturer at UDVASH-উদ্ভাস, both since January 2020. Jawad completed a Bachelor of Science degree in Applied Chemistry and Chemical Engineering at the University of Dhaka from 2020 to 2023, having previously attended Notre Dame College.
This person is not in the org chart
This person is not in any teams
UDVASH-উদ্ভাস
"না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে"-এ মূলমন্ত্রকে বুকে ধারণ করেই উদ্ভাস এর অগ্রযাত্রা । পুঁথিগত বিদ্যার ভিড়ে দেশের সুপ্ত প্রতিভাগুলোর অপমৃত্যু দায়িত্ববান নাগরিক হিসেবে আমাদেরও করেছে বিচলিত। বারবারই তাই মনে হয়েছে " উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ"। বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য শিক্ষার্থীকে প্রস্তুত করা অবশ্যই আমাদের লক্ষ । কিন্তু আমরা চাই সেই প্রস্তুতির পাশাপাশি তাদের চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে আর যখনই তারা বাক্সের বাইরে চিন্তা করতে শিখবে তখন তারা নিজেরাই বুঝে যাবে অনাগত কঠিন পরীক্ষাগুলোতে তাদের প্রস্তুতিতে কীভাবে শাণ দেবে । সেই প্রতিষ্টালগ্ন থেকেই উদ্ভাস প্রচেষ্টা চালাচ্ছে সৃজনশীল শিক্ষাপদ্ধতির সূচনার্থে , আর তাই এ পদ্ধতির সীমাবদ্ধতাগুলো কাটিয়ে শিক্ষার্থীদের মুখস্থ বিবর্জিত চিন্তাশীল মেধাবী প্রজন্ম তৈরির, এ স্বপ্নে সঙ্গী হও তুমিও ।